Home | বিনোদন | জঙ্গীদের মত মাথায় টুপি রাখলে ভাল লোক হওয়া যায়না – এটিএম সামছুজ্জামান (ভিডিও​)

জঙ্গীদের মত মাথায় টুপি রাখলে ভাল লোক হওয়া যায়না – এটিএম সামছুজ্জামান (ভিডিও​)

ধারাবাহিক নাটক “মগের মুল্লুক” নাটকের প্রথম পর্বে (নাটকের ১৬ মিনিট ৫০ সেকেন্ড থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত) তিনি এ রকম ধৃষ্টতা পুর্ন কথা বলেন। সামছুজ্জামান বলেন “জঙ্গীদের মত মাথায় টুপি রাখলে ভাল লোক হওয়া যায়না”! এবং সে তার বন্ধুকে বলেন “তার মা বোরকা পড়ে বগলের নিচে বন্দুক রাখে”! তিনি কি বুঝাতে চেয়েছেন টুপি শুধু জঙ্গীরাই পড়ে এবং বোরকা পড়া সন্মানিতা মহিলারা বগলের নিচে বন্দুক রাখে ?

About admin

Check Also

আহমেদ ইমতিয়াজ বুলবুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নন্দিত সংগীত পরিচালক ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রাতে একটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধ