Home | সারাদেশ | মসজিদের ইমামের ঘরে ২ শতাধিক সাপ

মসজিদের ইমামের ঘরে ২ শতাধিক সাপ

ফেনীর পরশুরাম পাইলট হাইস্কুল জামে মসজিদের সহকারী ইমামের শোবার ঘরে প্রায় দুই শতাধিক সাপের বাচ্চা মিলেছে।

বুধবার (১১ এপ্রিল) সকালে পাইলট স্কুলের দক্ষিণ পাশে মসজিদসংলগ্ন সহকারী ইমাম মো. ইছমাইলের ঘরে সাপের বাচ্চাগুলো আবিষ্কারের পর সেগুলো পিটিয়ে মারেন স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাইলট হাইস্কুল মসজিদটি পুকুরসংলগ্ন। খুব সম্ভবত ইমামের ঘরের দেয়ালের ফাটল দিয়ে সাপ ঢুকে ডিম পেড়েছে।

সাপগুলো বিষধর সাপ নয় বলে দাবি জানান অনেকে। স্থানীয়ভাবে এগুলোকে ‘ঢোড়া সাপ’ বলে ডাকা হয়।

এর আগে মঙ্গলবার (১০ এপ্রিল) এশার নামাযের পর ৫টি সাপের বাচ্চা পিটিয়ে মেরেছিলেন স্থানীয়রা।

পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

About admin

Check Also

খাল উচ্ছেদে সেলিম, শামীমকে ‘শ্রমিকলীগ নেতা’র বাধা!

অবৈধভাবে দখলে নেয়া খালের উপর স্থাপনা উচ্ছেদ করতে গিয়েছিলেন নারায়ণগঞ্জের আলোচিত দুই সংসদ সদস্য এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *